মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার রামকান্তপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত এবং প্রায় অর্ধশত যাত্রী আহতদের ঘটনা ঘটেছে।
রবিবার(১২ সেপ্টেম্বর) দুপুরের দিকে এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, যশোর থেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাস রামকান্তপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ৪ যাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ৫০ জন।
তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং আহতদের সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
নিহতরা হলেন শালিখা উপজেলার শতখালি গ্রামের মোঃ হারুনের স্ত্রী মোছাঃ নাজমা খাতুন (৩২), একই উপজেলার দিঘল গ্রামের রাকিব বিশ্বাসের স্ত্রী তহিরন বেগম(৫৫) ও শ্রীপুর উপজেলার মামুন(৩০) নামের এক যুবক। এছাড়াও
আনুমানিক ২৫ বছর বয়সী আরও এক তরুণের লাশ উদ্ধার হলেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায় নি। শতখালী গ্রামের মুন্তাজ মোল্লার ছেলে সজীব (১৪) নামের এক কিশোরকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনেনর অবস্থাও বেগতিক বলে জানা যায়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আল মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।