মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে আচরণ বিধিমালা প্রতিপালন, আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর (সোমবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মোঃ অলিউল ইসলাম মহোদয় এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক জনাব ড. আশরাফুল আলম মহোদয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মহোদয়,
জেলা বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, মাগুরা জেলা আনসার ও ভিডিপি কমান্ডার শুভ্র চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ কামাল হোসেন, শালিখা উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তিথি মিত্র, শালিখা থানা অফিসার ইনচার্জ জনাব বিশারুল ইসলাম,
উপজেলা নির্বাচন কর্মকর্তা জনাব মতিউর রহমান। এ সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান,সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন,আগামী ২৮ নভেম্বর রবিবার ইউপি নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যতার সাথে হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবং নির্বাচনে সকলের সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।