মোঃ রাশিদুল ইসলাম, মাগুরা প্রতিনিধি: মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি ও নন-সিআইজি খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের চত্বরে ইউনিয়নের ১০০ জন সদস্যদের নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাভী ও ছাগল পালনের উপর সচেতনতামূলক আলোচনা করা হয়। প্রকল্পের পক্ষ থেকে আলোচনা করা হয়। পরে প্রত্যেক সদস্যকে নগদ ২০০ টাকা ও খাবার প্রদান করা হয়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অসিম কুমার সাহা ও মোঃ আয়ুব আলী।
এছাড়া উপস্থিত ছিলেন গোপালগ্রাম ইউনিয়নের এনএটিপি প্রকল্পের সীল কর্মকর্তা অজয় কুমার মিত্র, প্রকল্পটি অন্য ইউনিয়নের সীল কর্মকর্তা শ্রীদাম অধিকার সহ প্রমুখ ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।