আজ ২৪ মার্চ ২০২১ রোজ বুধবার মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে সকালে আসাদুজ্জামান মিলনায়তনে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের নিয়ে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি ” শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাগুরার পুলিশ সুপার জনাব মোঃ জহিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সি রেজাউল হক, মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার এস.এম আব্দুর রহমান ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইউনুস আলী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগন শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা মূলক বিভিন্ন যুদ্ধের গল্প বলেন। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় নতুন প্রজন্মের শিশুদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জেলা তথ্য অফিস এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং এরপর উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেয় শিশুরা। “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা শেষে কুইজের বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।