মোঃ আলমগীর হোসেন,মাটিরাঙ্গাঃ মাদক বিরোধী অভিযান সম্বলিত মাস্ক বিতরণ, এই স্লোগানে করোনা মোকাবিলায় জনসাধারণকে সচেতন, উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করার পদক্ষেপের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাস্ক বিতরণ করছে খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৫ আগস্ট) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের সার্বিক সহোযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ। মাক্স বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার (অঃদাঃ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী। ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন ,করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই করোনা ভাইরাস মাদকের চেয়ে ভয়ানক তাই সচেতনতার লক্ষে আমাদের সকলকে মাক্স ব্যবহার নিশ্চিত করতে হবে। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদকের অপব্যবহার রোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান করে যাচ্ছি। মানুষ সচেতন হলে এবং অভিবাবক ও জন প্রতিনিধিরা এগিয়ে এলে আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছা সম্ভব। মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন ও মৃত্যু এখনো কমেনি।আমাদের সবাইকে স্ব স্ব অবস্থান থেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এছাড়া মাটিরাঙ্গা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, মাটিরাঙ্গা থানা পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ বলেন, মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সকলকে নিয়মিত মাক্স ব্যবহার করার অনুরোধ জানান তিনি । এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে সিএনজি স্টেশন, কাঁচা বাজার, ফল মার্কেট, পরিবহন শ্রমিক, মোটর সাইকেল চালক ও পথচারীসহ সহস্রাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক এসআই মোঃ হাছান মাহমুদ, এসআই মোঃ ইরফান ও সংগীয় ফোর্স উপস্থিত
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।