মোঃ আলমগীর হোসেন,মাটিরাঙ্গা(খাগড়াছড়ি): মাটিরাঙ্গার গোমতীতে বিজিবি( বর্ডার গার্ড বাংলাদেশ) এর গাড়ি উল্টে বিজিবির ২ সদস্য আহত হয়েছে।
মঙ্গলবার(৫ অক্টোবর) দুপুর ২ টার দিকে গোমতী বি.কে উচ্চ বিদ্যালয়ের পাশে সিএনজি কে সাইড দিতে গিয়ে ৪০ বিজিবির একটি টহল গাড়ি গোমতী নদীতে পড়ে যায়। এ ঘটনায় বিজিবি এর ২ সদস্য আহত হয়েছে। ৪০ বর্ডার গার্ড বাংলাদেশ পলাশপুর জোনের উপ-অধিনায়ক লে.কর্নেল রায়হান খুসরু জানান, সকালে ৪০ বিজিবির একটি টহল গাড়ি গোমতীতে যায়। দুপুরে ফেরার পথে গোমতী-গড়গড়িয়া রাস্তায় একটি সিএনজি কে সাইড দিতে গিয়ে মাটি ভেঙে উল্টে গোমতী নদীতে পড়ে যায়।
গাড়িতে বিজিবির ৭ জন সদস্য ছিলো। এতে ২ জন সদস্য আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে গুইমারা বিজিবি হাসপাতালে প্রেরণ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।