মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ঠা জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ উপলক্ষে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শামসুল হক, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে যা অতীতে কখনো হয়নি। এই সরকার যতদিন ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত দেশের শিক্ষা, স্বাস্থ্যসহ সর্বক্ষেত্রেই অবকাঠামোগত উন্নয়ন ঘটবে।
পরে, নতুন পাড়া জামে মসজিদ পরিদর্শন ও সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির উদ্বোধন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।