মোঃ আলমগীর হোসেন, মাটিরাঙ্গাঃ মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এই শ্লোগানকে ধারন করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বৃক্ষ রোপন ও চারা বিতরণে মধ্যে দিয়ে”নব জাগরন সামাজিক যুব সংগঠন ” নামে সেচ্ছাসেবী সংগঠনটির শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়।
২৭ আগস্ট শুক্রবার সকালে ০২ নং ওয়ার্ড নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ বৃক্ষ রোপন ও চারা বিতরণ কর্মসূচির উদ্ভোদন করেন মাটিরাঙ্গা আদর্শ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, করোনা মহামারীতে সামাজিক সংগঠন গুলোই সবার আগে এগিয়ে এসেছে, সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে সমাজে মাদক, বাল্য বিবাহ সহ অসামাজিক কার্যকলাপ বন্ধ করা সম্ভব বলে মনে করেন তিনি। নব জাগরন সামাজিক যুব সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করে সংগঠনের প্রয়োজনে সার্বিক সহযোগীতা করার আশ্বাসও দেন তিনি । সংগঠনটির সভাপতি আলমগীর হোসেন বলেন “নব জাগরন সামাজিক যুব সংগঠন ” একটি অরাজনৈতিক, সচেতন ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ছিন্নমুল মানুষের পাশে দাড়ানো, সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্গতি, বাল্য বিবাহ বন্ধ করা, যুবকদেরকে নিয়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানো, অসাম্প্রদায়িকতা রক্ষা করা, মাদক মুক্ত সমাজ গড়তে ও নারী নির্যাতনসহ সমাজের নানামুখী সঙ্কটের বিপরীতে “নব জাগরন সামাজিক যুব সংগঠন”গুরুত্বারোপ ভাবে কাজ করে যাবে বলে জানান তিনি। প্যানেল মেয়র-২ ও নব জাগরন সামাজিক যুব সংগঠন এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী বলনে, সমাজের যুবকেরা উন্নয়ন মূলক সামাজিক মহৎ কাজে লিপ্ত থাকলে যুবকরা মাদকাসক্ত ও বিপদগ্রস্থ হবে না এতে করে একটি সুন্দর সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন। এ সময় “নব জাগরন সামাজিক যুব সংগঠনটির” পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি চারা গাছ বিতরণ করা হয়। পরে নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি বৃন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম , বি,আর,ডিবির চেয়ারম্যান মীর হোসেন বাবলু, নতুন পাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহরম আলী,হাজী আব্দুল মালেকসহ সমাজের সম্মানিত ব্যক্তি বর্গ ও নবজাগরণ সামাজিক যুব সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।