মাদারীপুরের রাজৈর উপজেলায় ট্রাকের পেছনে পিকআপভ্যানের ধাক্কায় সুজন চৌকিদার (২৪) নিহত ও অপর দুজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বাবনাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুজন চৌকিদার (২৪) মাদারীপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের বাচ্চু চৌকিদারের ছেলে।
ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, বরিশালগামী একটি ট্রাক চাকা পাংচার হয়ে ওই স্থানে রাস্তার পাশে পার্কিং করে রাখা ছিল। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এর পর পেছনে থাকা আরেকটি পিকআপভ্যান এসে ওই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় পিকআপচালক সুজন নিহত হন এবং অপর দুজন আহত হন।
আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আনা হলে উন্নত চিকিৎসার জন্য পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাজৈর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সালাউদ্দিন বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একজন মৃত অবস্থায় পিকআপভ্যানের মধ্যে আটকা পড়ে আছে। আমরা তার মৃতদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হাতে তুলে দিই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।