![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/09/images-5-1.jpeg)
মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ
গোসলের পানি দিতে দেরি হওয়ায় মারধরের পর স্ত্রীর মাথা ন্যাড়া করে দিল পাষন্ড স্বামী।
ঘটনাটি ঘটেছে জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের দুরমুট গ্রামে। অভিযুক্ত স্বামী সাইফুল ইসলাম( ২৮)দুরমুট এলাকার গনি শেখের ছেলে।জানা যায়,পারিবারিক ভাবে ৩ বৎসর আগে ভাবকী এলাকার বিউটি ২১ (ছদ্মনাম) সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফুল । বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে নানা সময় বিভিন্ন উপায়ে নির্যাতন করতো। যৌতুকের দাবির ক্ষোভে গোসলের পানি দিতে দেরি হওয়ায় মারধরের পর মাখা ন্যাড়া করে দেন।
এ সময় সাইফুলের পরিবারের লোকজনের ভূমিকা তেমন একটা লক্ষণীয় ছিলনা বলে জানান বিউটি ।ঘটনা অতিবাহিত হওয়ার ৪-৫ দিনপর বিউটি বাবা এলাকার মেম্বার শফিকুল ইসলামের সহয়তায় বাড়ি নিয়ে এলেও ২বছর বয়সী পুত্র সন্তানকে রেখে দেন।মোবাইল ফোনেও বিভিন্ন সময় যোগাযোগ করে প্রাণনাশের হুমকি দেন বলে জানান নির্যাতনের স্বীকার বিউটি (ছদ্মনাম) এ বিষযে অভিযুক্ত সাইফুলের সাথে কথা হলে জানান, মাঝে মাঝে নিজের মাথার চুল নিজেই টানে সে কারনে মাথা ন্যাড়া করে দিয়েছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।