কুমিল্লার লাকসাম উপজেলায় স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে তার স্ত্রী কোহিনুর বেগমও (৪৫) মারা গেছেন। রোববার সাড়ে ৭টায় পৌরসভার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন— লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের শ্রীপুর উত্তরপাড়া গ্রামের মো. শাহজাহান আলী (৬৫) ও তার স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রীপুর গ্রামের মরহুম অ্যাডভোকেট নোয়াব আলীর বড় ছেলে মো. শাহজাহান (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
স্বামীর মৃত্যু শোক সইতে না পেরে কিছু সময়ের মধ্যে স্ত্রী কোহিনুর বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামী-স্ত্রী দুজনের শোক সংবাদটি ছড়িয়ে পড়ে। শাহজাহান আলীর শ্যালক জাবেদ হোসেন জানান, দুলাভাইয়ের (শাহজাহান) মৃত্যুর খবর পাওয়ার পর আমার বোন শোকে অসুস্থ হয়ে পড়েন। এর পর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনিও মারা যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।