সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা সিরাজগঞ্জ সারাদেশ ১২ মিনিট আগে ৫ বছরের শিশু সন্তানকে গলাটিপে করে হত্যার পর নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন লিপি খাতুন নামে মানসিক বিকারগ্রস্ত এক মা।
শুক্রবার (১২ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু লিমন (৫) ওই গ্রামের বাসিন্দা ইউএনও অফিসের নাইট গার্ড ইমরুল কায়েসের ছেলে। গভীর রাতে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আহত অবস্থায় মা লিপি খাতুন একই হাসপাতালে চিকিৎসাধীন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম নিহত শিশুর স্বজনদের বরাত দিয়ে জানান, গৃহবধূ লিপি খাতুন মাঝে মধ্যেই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়তেন।
এ অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ করে সবার অজান্তে নিজের শিশু সন্তান লিমনকে গলাটিপে করে হত্যা করে। এরপর নিজের শরীরে ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।