মাসুদ রানা,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে হোসাইন মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলার ঐতিহ্যবাহী করমদি ফুটবল মাঠে বিকেল বুহস্পতিবার বিকেল তিনটায় খেলাটি শুরু হয়।
খেলায় অংশগ্রহণ করেন ভাংবাড়িয়া ফুটবল একাদশ বনাম দৌলতখালি ফুটবল একাদশ। এফআরএ দায়িত্ব পালন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত আব্বাস আলী, মাহবুবুল হক, মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, তেঁতুল বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শায়ের মোহাম্মদ সেলিম ফুটবল টুর্নামেন্টের সভাপতি শরিফুল ইসলাম, সহ-সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক নিমছার আলী, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান জিনারুল ইসলাম, হিন্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাহারুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা দিরাজ উদ্দীন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সাত্তার প্রমূখ।
এই খেলায় ৪-১ গোলে বিজয় লাভ করে ভাংবাড়িয়া ফুটবল একাদশ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।