মোরেলগঞ্জ প্রতিনিধি: “দক্ষ যুব সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় যুব দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড.আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.শাহ- ই- আলম বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম,মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
অনন্যদের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস , সহকারী যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দিন হাওলাদার,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ , উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন তালুকদার প্রমুখ।
উপজেলার বিভিন্ন প্রশিক্ষিত যুবদের অংশগ্রহণে আলোচনা সভা শেষে যুব ও যুব নারীদের মাঝে ৪টি খাতে মোট ২ লক্ষ ৯০ হাজার টাকার বঙ্গবন্ধু জাতীয় যুব ঋণের চেক প্রদান করা হয় ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।