তিন দিনে মানিকগঞ্জে সমুনা নদীতে দুটি ডলফিন ধরা পড়েছে জেলেদের জালে। তবে বিষয়টি জানা নেই জেলা মৎস্য বিভাগের। মঙ্গলাবার বেলা ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া নদীর ঘাটে একটি ডলিফিন দঁড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নিতে দেখা যায় দুই জন ব্যক্তিকে।
তারা জানান, মাছ ধরার সময় তাদের জালে ডলফিনটা ধরা পড়ে। ডলফিনটি তারা বিক্রি করবে বলেও জানান। এদিকে, সোমবার দৌলতপুর উপজেলার চরকাটারি বোর্ডঘর এলাকায় যমুনা নদী থেকে আরো একটি ডলফিন জেলেদের জালে ধরা পড়ে।
দৌলতপুর উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রনি সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ডলফিন দুটি ধরা পড়ার বিষয়ে তারা কিছু জানে না। তবে তিনি জানান, যমুনা নদীতে বর্তমানে কিছু কিছু ডলফিন দেখা যাচ্ছে। তিনি নিজেও বেশ কিছু ডলফিন দেখেছেন এই এলাকায়। জেলেদের জালে ডলফিন ধরা পড়ার সম্ভবনা আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।