যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা বাজারের অদূরে বটতলা নামক স্থানে ভ্যানগাড়ির সাথে মোটরসাইকেল সংঘর্ষে- ৩ জন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন ভ্যান চালক বাসুয়াড়ী ইউনিয়নের মাহমুদপুর গ্রামের বাসিন্দা এবং অপর দুই মটরসাইকেল আরোহী রাধানগর গ্রামের আবু মোছার পুত্র নাছিম হোসেন (২৯) ও মিলন হোসেনের পুত্র মেহেদী হাসান (২০)। শুক্রবার ২১ শে অক্টবর বিকাল সাড়ে ৩ টার দিকে ঘোষনগর- বাগডাঙ্গা বাজারের সামনে বটতলায় এই দূর্ঘটনা ঘটে।
প্রতাক্ষদর্শীরা জানায়, বাঘারপাড়ার চাড়াভিটার দিক থেকে নাছিম ও মেহেদী মোটরসাইকেল যোগে আসছিলেন এসময় তারা ঘোষনগর বটতলায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি মটর চালিত ভ্যানগাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তারা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাতক্ষনিক ভাবে স্থানীরা আহতদেরকে উদ্ধার করে দ্রুত যশোর সদরের ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।