মোঃ সাজ্জাদুল ইসলাম,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে একের পর এক লকডাউনে নিস্তব্ধ হচ্ছে বাংলাদেশ। কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর মানুষ। কর্মহীন এসব মানুষের খাদ্যসংকটে একবেলা খাবার ও মাস্ক বিতরণ করেছে জাতীয় শ্রমিক ফেডারেশন যশোর জেলা কমিটি।
শনিবার বেলা ১:০০ টায় যশোর রেল রোডে জাতীয় শ্রমিক ফেডারেশন জেলা সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক শামিম বিশ্বাসের নেতৃত্বে উক্ত কর্মসূচী পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের অর্থ ও দপ্তর সম্পাদক তপন শীল, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, ক্রিড়া সম্পাদক খালিদ ইসলাম সহ বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা সভাপতি শ্যামল শর্মা, সাধারণ সম্পাদক অরুপ মিত্র, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত শাওন, সুব্রত বিশ্বাস, শাহিন হোসেন, রোমেন বিশ্বাস, শুভ শর্মা প্রমুখ।
কর্মসূচী চলাকালে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে শ্রমিকরা খুব সংকটে আছে শ্রমিকদের বিপদকালে অতিতেও শ্রমিক ফেডারেশন তাদের পাশে ছিল এবং ভবিষ্যৎও থাকবে বলে আশা ব্যক্ত করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।