যশোর শহরের রেলস্টেশনের পাশে রেলগেট সংলগ্ন পাঁচ দিন ধরে সড়কের পাশে ফুটপাতে পড়ে থাকা অজ্ঞাত পরিচয় অসুস্থ সেই বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে র্যাব। র্যাব -৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর বৃদ্ধকে উদ্ধার ও চিকিৎসার উদ্যোগ নেন। তিনি জানান, রোববার গভীর রাতে বৃদ্ধকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার চিকিৎসার ব্যয় বহন করবে র্যাব। ধারণা করা হচ্ছে সম্ভবত রাতের আঁধারে ফুটপাতে তাকে ফেলে রেখে গেছেন স্বজনরা। এর আগে এ অবস্থায় বৃদ্ধকে বাঁচাতে রোববার দুপুরে ৯৯৯ নম্বরে ফোন করেন প্রাইভেটকারচালক সাজু হোসেন।
এরপর ঘটনাস্থলে যান যশোর কোতোয়ালি মডেল থানার এসআই রফিকুল ইসলাম। তিনি সেখানে গিয়ে আশপাশে থাকা লোকজনদের বলে আসেন ‘আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই’ দাবি করে বৃদ্ধকে সেখানেই ফেলে রেখে চলে যান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।