রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা তেজগাঁও বিভাগ। শুক্রবার রাতে বড় মগবাজার আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন- মো. সালিম মিয়া ও মো. আলামিন।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা বলেন, হাতিরঝিল থানার বড় মগবাজার আউটার সার্কুলার রোড এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে তথ্য পেয়ে অভিযান চালাই।
সেখান থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
সূত্র: ডিএমপি নিউজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।