রাজধানীর তুরাগ এলাকার মালিক পাগলার বস্তিতে ২টি টিনের ঘরে আগুন লেগে তিন কিশোর-কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪) নামের তিনজন পুড়ে মারা গেছে। আগুন লাগার পর চিৎকার করেও বাঁচতে পারেননি ওই তারা।
নিহতদের মধ্যে জাহাঙ্গীর ও রুমা আপন ভাই-বোন। আর আফরিন তাদের খালাতো বোন। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোরে তুরাগের চণ্ডালবুক এলাকায় খালপারের মানিক মিয়া বস্তিতে সরকারি খাসজমিতে থাকা সুরুজ মিয়ার টিনশেড ঘরে আগুন লাগে। সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দগ্ধ তিনজনের লাশ উদ্ধার করেন।
আগুন লাগার পর জাহাঙ্গীর ও রুমার বড় ভাই আলমগীর ঘর থেকে বের হতে পারায় প্রাণে বেঁচে যান। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা রায়হান জানান, ভোর সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।