রাজধানীর রামপুরায় তেলের লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছে।

শুক্রবার সকাল ৭টার দিকে রামপুরা ফরাজী হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত নাসের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ভুইয়াপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে। বর্তমানে খিলগাও মেরাদিয়া লালমিয়ার গলিতে ভাড়া থাকতেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহরিয়ার হোসেন জানান, সকালে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। রামপুরা ফরাজী হাসপাতালের সামনে আসলে বিপরীত দিক দিয়ে আসা একটি তেলের লরির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা। এই ঘটনায় তেলের লরি জব্দ এবং চালক, হেলপারকে আটক করা হয়েছে।

 

কলমকথা/বি সুলতানা