চার-পাঁচ দিন ধরে বাড়ছে পদ্মা নদীর পানি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৬৯ সেন্টিমিটার এবং সদর উপজেলার গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। সদর, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছেন। এভাবে পানি বাড়তে থাকলে কয়েক দিনের মধ্যে জেলার অন্যান্য নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হতে পারে।
মিজানপুর ইউনিয়নের আমবাড়ীয়ার চরের বাসিন্দা আফসার প্রামানিক জানিয়েছেন, আরও এক সপ্তাহ আগে তাদের ঘরে পানি উঠেছে। আসবাবপত্র নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন তারা। পানি কমলে আবার চরে ফিরবে আফসারের পরিবার। রাজবাড়ীর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুল হক জানিয়েছেন, পদ্মা নদীতে পানি বাড়ায় রাজবাড়ী জেলায় এখন পর্যন্ত কত পরিবার পানিবন্দি হয়েছে, তার কোনো তথ্য তাদের কাছে নেই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।