রোকন মিয়া, স্টাফ রিপোর্টার উলিপুর কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশিদের রাস্তা বন্ধ করে দিল প্রভাবশালীরা। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ভূক্ত ভোগি  আবেদন করেছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে  এলাকাবাসি সুত্রে জানা যায়  উপজেলা সদর ইউ, পির কিশামত পুনকর গ্রামের দক্ষিন কিশামত পুনকর জামে মসজিদ কমিটি গঠন কে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মতোবিরোধ চলে আসছিল।
অবস্থা চরম আকার ধারন করলে গত ২৪শে সেপ্টেম্বর তারিখে  উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ার ম্যান  আবুনুর মোঃ আক্তারুজ্জামান আলহাজ্ব নুরুল আমিন কে সভাপতি, রেজাউল করিম কে সম্পাদক ও শাহজাহান আলী (সুজন) কে কোষাধ্যক্ষ করে কমিটি গঠন করে দেন, পরবর্তিতে গত ৫ নভেম্বর শুক্রবার মসজিদে সভাপতি ও সম্পাদক গ্রুপের লোকজন বাক বিতন্ডার একপর্যায়ে হাতা হাতিতে জড়িয়ে পরেন।
সংঘাত এড়াতে কোষাধ্যক্ষ শাহজাহান আলী (সুজন) তার পদ থেকে ইস্তফা দেন। এরপরে ০৬ তারিখ শনিবার সকালে এলাকার লোক জনের চলাচলের  একমাত্র রাস্তাটি পদবঞ্চিত মোঃ আলকাছ আলী  গ্রæপের লোকজন নিজেদের  জমিতে বলে দাবি করে বাঁশের ঘেরা দিয়ে চলাচল সম্পুর্ন বন্ধ করে দেয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদনকারী ভূক্ত ভোগি  মোঃ শাহজাহান আলী (সুজন)  (সহকারি শিক্ষক সুন্দর গ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয়) এই প্রতিবেদক কে জানান এই এলাকায় আমরা প্রায় ১৫০ জন লোক বংশ পরমপরায় বসবাস করে আসিতেছি। আমাদের  নিবিঘ্ন চলাচলের কোন রাস্তা নাই বিশেষ করে বর্ষা মৌসুমে  জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
এতদিন যে সংকীর্ণ রাস্তাটুকু ব্যবহার করে আসছি এলাকার মোঃ আলকাছ আলী গং নিজেদের দাবি করে বন্ধ করে দেন। এর প্রতিকার চেয়ে গত ০৭ নভেম্বর ররিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করলে বিষয়টি তদন্ত শেষে অফিসার ইনচার্জ রাজারহাট কে ঘটনাস্থলে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা অপসারন করার জন্য ব্যবস্থা নিতে বলেন। রাজারহাট থানার একটি টিম গত ০৯ নভেম্বর মঙ্গল বার বিকেলে ঘটনাস্থলে গেলে মোঃ আলকাছ আলীর ছোট ভাই জাহেরুল বাধা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্ত কে মামলা করতে বলেন এমতবস্তায় প্রশাসনের লোকজন ফিরে আসেন। এলাকাবাসি বন্দি দশা থেকে মুক্তি পেতে যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।