রানীশংকৈল(ঠাকুরগাঁও)থেকেঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সিডিএ”র আয়োজনে ১৩ই জানুয়ারি ২০২২ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১,৩০মিঃ উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি কবিরাজ মুর্মূর সভাপতিত্বে উপজেলা চেয়ার‍ম‍্যান কার্যালয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বার্ষিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতর বক্তব্য রাখেন শাহরিয়ার আজম মুন্না।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভাইস চেয়ারম‍্যান শেফালি বেগম,সিডিএর ম‍্যানেজার জাহিদুল ইসলাম সহ সিডিএর জনসংগঠনের বিবিন্ন নেতা কর্মী সহ সাংবাদিক বৃন্দ।উল্ল‍্যেখ‍্য যে, উপজেলা পর্যায়ে ভূমি অধিকার ও সরকারী পরিসেবা নিশ্চত করনে জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সরকারী দপ্তরের সাথে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নেতৃবিন্দরা এ বার্ষিক সমন্বয় সভায় বিষোদ ভাবে খাসজমি ও নানা সমস‍্যা নিয়ে

আলোচনা করেন এবং শেষে তিনটি জনসংগঠনকে ৫০ হাজার করে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিএ”র হাবিবুর রহমান হাবিব।