মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও : মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল নব গঠিত কবিতা পরিষদের উদ্যোগে (১০ই ডিসেম্বর) শুক্রবার সন্ধায় প্রগতিক্লাব চত্বরে কবিতা পরিষদের সভাপতি প্রশান্ত বসাকের সভাপতিত্বে এক বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, কবি,সাহিত্যক,সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল, আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,
ইউপি চেয়ারম্যান মাহবুব আলম এছাড়াও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাদেব বসাক, প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন, কাউন্সিলর হালিমা আক্তার ডলি, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম,
প্রভাষক সুকুমার মদক, সংবাদকর্মি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কবিতা আবৃত্তি ও এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আলমগীর হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।