অভিজিৎ কুমার রায়গঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্বাধীনতার সূর্বণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২১-২২ অর্থ বছরে মৎস্য অধিদফতরাধীন রাজস্ব বাজেটের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় ভূঁইয়াগাঁতী ব্রিজ সংলগ্ন ফুলজোড় নদীতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলমের সভাপতিত্বে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিষ্কৃতি রানী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ দোলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মামুনর রশিদ, অভিজিৎ কুমার দাস, প্রচার-প্রকাশনা সম্পাদক এসএম জাকারিয়া সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। এক প্রশ্নের উত্তরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, এই উপজেলায় মোট ৩৮৪.৯ কেজি মাছ বিভিন্ন নদী ও পুকুরে অবমুক্ত করা হবে। এর মধ্যে ফুলজোড় নদীতে ৪৫ কেজি, বাঁশাইল বিলে ৪৪ কেজি, দেওভোগ ব্রিজ সংলগ্ন খালে ৪০ কেজি, পাঙ্গাসী ইছামতী নদীতে ৪০ কেজি, লক্ষীকোলা ব্রিজ সংলগ্ন দহতে ৪০.৯ কেজি, যুগিদহ বিলে ৪০ কেজি, উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি, আশরাফুল উলুম ষোলমাইল মাদ্রাসা পুকুরে ৩৫ কেজি, মাদ্রাসাতুল উলুম ইসলামিয়া রৌহা মাদ্রাসা পুকুরে ৩৫ কেজি ও জামেয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসা পুকুরে ৩৫ পোনা মাছ অবমুক্ত করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।