আকাশ রহমান,স্টাফ রিপোর্টারঃ রুহিয়া বাসীর ঠাকুরগাঁও ও পঞ্চগড় যাওয়ার একমাত্র পাকা সড়কটি অসংখ্য খানা খন্দকে ভরে গেছে। যার ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। রাস্তার এই পরিস্থিতিতে যেন দেখার কেউ নেই।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রুহিয়ার প্রধান ব্যস্ততম এই রাস্তাটিতে বৃষ্টির জমে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানা খন্দক। আবার কোথাও কোথাও জমে রয়েছে হাঁটু সমপরিমাণ পানি। ফলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের চলাচলে বেশ হিমশিম খেতে হচ্ছে।

এ বিষয়ে রুহিয়ার সুলতান, মধুপুরের আঃ মান্নান,ঘনিমহেশপুরের আল-আমীন জানান, আমাদের চলাচলের প্রধান রাস্তা এটি। আমরা এ রাস্তা দিয়ে নিয়মিত চলাচল করি। বর্তমানে রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে রয়েছে, পাশাপাশি অনেকে স্থানে খানা খন্দক তৈরি হয়েছে। যা আমাদের চলাচলে কষ্ট হচ্ছে। তাই এ রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামত করা উচিত।

রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী বলেন, এ রাস্তাটি আগে আরো খারাপ ছিল আমাদের মাননীয় প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপির দিক নির্দেশনায় রাস্তাটি উচু করা হয়েছিল কিন্তু রুহিয়ার দোকানদারেরা দোকানের সামনের জায়গাটা রাস্তার সমান উচু করতে গিয়ে রাস্তাটির এ বেহাল দশা হয়েছে। আমি মনে করি এর জন্য রুহিয়া দোকানদাররাই দায়ী।

এ ব্যাপারে রুহিয়া ইউপি চেয়ারম্যান ও রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুল হক বাবু বলেন, আমি রাস্তাটি মেরামতের জন্য মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষন করেছি। তিনি সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী বরাবরে আবেদন দিতে বলেছেন। আশা করি খুব শিঘ্রই রাস্তাটি মেরামত হবে। ঠাকুরগাঁও জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মনসুরুল আজিজের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।