dailykolomkotha ছবি | দৈনিক কলম কথা

কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু’র ৫১তম জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা দোয়ার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদল।

১লা মে (শনিবার) বিকালে ইফতারের পূর্বে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সহ সভাপতি আলী আহমেদের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের প্রধান অতিথিত্বে রূপগঞ্জ উপজেলা
সেচ্ছাসেবকদলের আয়োজনে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় মসজিদের ইমাম সাহেব দোয়া পরিচালনা করেন। এসময় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করে ও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের সুস্থতায় ও বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

এসম উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার আয়নাল, দপ্তর সম্পাদক আল আমিন,শিল্প বিষয়কসম্পাদক রোমান রাজ, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন চিশতী, শিপন আহম্মেদ, সফিক,শাহআলম, মিলন প্রমুখ ।