মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা জেলা রেড ক্রিসেন্ট কর্তৃক অসহায় ও কর্মহীনদের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ৩০০ জন হতদরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মাথাপিছু ২৫০০ টাকা নগদ বিতরণ করা হয়েছে।
রবিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিটের উদ্যোগে শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ অর্থ প্রদান করা হয়।
মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত সহ-সভাপতি বিমলেন্দু শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নব নির্বাচিত সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা,মাগুরা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের জুনিয়র ইউনিট পরিচালক তাসলিমা খাতুন ও মাগুরা জেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক রানা আমীর ওসমান রানা, জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ সিরাজ শিকদার ও বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ শিকদার কামাল হোসেন।
জেলা রেডক্রিসেন্ট কমিটির অন্যতম সদস্য খোন্দকার আবু আনছার নাজাত আশা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।