বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রামগতি উপজেলার ৭নং চর রমিজ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের এর সন্তান রাকিব হোসেন।
রবিবার (৩১জুলাই ) রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেন।
রাকিব হোসেন এর আগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আওতাধীন ধানমন্ডি থানা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং ইষ্টার্ন ইউনিভার্সিটি ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব সুনামের সহিত পালন করেন।
রাকিব হোসেন এর পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের মিয়া ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা ও আওয়ামী পরিবারের এই সন্তান ছাত্রজীবন থেকেই তার বাবা’র কাছে মুক্তিযুদ্ধের ও বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষা পান। সেই থেকেই জাতির পিতা’র আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হোন।
কবি নজরুল কলেজ থেকে এইচএসসি, ইষ্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পুর্ন ও এমবিএ অধ্যয়নরত রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলা শাখা ছাত্রলীগের সহ সভাপতি পদে নির্বাচিত হওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাকিব হোসেন বলেন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূৃইয়ার সহযোগি হয়ে আমি আমার উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন ছাত্রলীগের কর্মী। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যেতে চাই। জননেত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দিন রাত নিরলস ভাবে কাজ করে যাব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।