করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং সরকারের দেয়া বিধি-নিষেধের পরিপ্রেক্ষিতে লালমনিরহাটে পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা রোববার (২৩ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও মেলা চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, অনিবার্য কারণ বশতঃ পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা/২০২২-এর সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হইল।
গত ১২ জানুয়ারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠ লালমনিরহাটে প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুরের সার্বিক ব্যবস্থাপনায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট এর আয়োজনে পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলা-২০২২ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। যা ১১দিনের মাথায় গত ২৩ জানুয়ারি স্থগিত হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।