বুধবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাটের সোনালী ব্যাংক লিমিটেড মহিষখোচা শাখা চত্ত্বরে সোনালী ব্যাংক লিমিটেড মহিষখোচা শাখার আয়োজনে ফরেন রেমিটেস গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড মহিষখোচা শাখার প্রিন্সিপাল অফিসার খাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) ওয়াহেদুন নবী। বিশেষ অতিথি ছিলেন মহিষখোচা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সারওয়ার আলম, মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোছাদ্দেক হোসেন চৌধুরী। এ সময় সোনালী ব্যাংক লিমিটেড মহিষখোচা শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।