ফারুক আহমেদ সূর্য, সদর উপজেলা লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠার বর্ষপূর্তি আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
১লা ফেব্রুয়ারি ২০২৩ বুধবার বাংলাদেশ লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন ঐ সময়কার ইতিহাস থেকে তিনি বলেন ১৯৮৪ সালের ১ ফেব্রুয়ারী সরকারের তৎকালীন সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কৃতি সন্তান এঁর শাফিয়া খাতুন কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে লালমনিরহাট জেলা হিসেবে আত্ম প্রকাশ করেন।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মাহাতাব আলী, পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ আলমগীর চৌধুরী, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রবিউল ইসলাম আউয়াল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন বলেন, গোলাম মোহাম্মদ কাদের এঁর নির্বাচনী ইস্তেহারের ফল স্বরূপ অর্থনৈতিক অঞ্চল ও মোগলহাট স্থলবন্দর টি দ্রুত চালু করার চেষ্টা করছেন ও আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন হবে বলে আশা করা যায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।