লোহাগড়ায় গত ১৪ ই ফেব্রুয়ারি ২০২২ তারিখ একটি ছেলে ও একটি মেয়ের প্রেম অতঃপর বিয়ে।
নবদম্পতিরা হলেন, নড়াইলের লোহাগড়া পৌরসভার খলিশাখালির গ্রামের মৃত্যু আবু সাঈদ এর মেয়ে নিতু খানম( ১৮) ও নড়াইল জেলার নড়াইল সদর থানাধীন শালিখা গ্রামের মৃত: সৈয়দ আইয়ুব আলীর ছেলে সৈয়দ মাসুম আলী(২৫) দুজনের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু মানছেন না মেয়ের পক্ষের লোকজন।
আজ ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখ বিকাল ৪ টা বাজলে ও এর কোন সমাধান হয়নি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস নবদম্পতি বর্তমান লোহাগড়া থানায়, মেয়ের জবানবন্দি অনুযায়ী মেয়ে সাবালিকা , মেয়ের জন্ম নিবন্ধন মোতাবেক (১৮) পেরিয়ে ১৯ শে পদার্পণ। মেয়ের নিবন্ধনটির জন্মতারিখ ইন্টারনেটে সার্চ দিয়ে ও তার সঠিকতা পাওয়া যায় ১৮+ নবদম্পতি গতকাল ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে এ পর্যন্ত লোহাগড়া থানা তেই আছেন। এখন ও পর্যন্ত মেয়ে তার ভালো বেসে বিয়ে করা স্বামী কে চাই। কিন্তু মেয়ে কে মেয়ের পক্ষ, ওই স্বামীর কাছ থেকে বিছিন্ন করার জন্য দফায় দফায় ম্যানেজ করার সকল ধরনের প্রক্রিয়া চলছে। কিন্তু মেয়ের একটা ই বক্তব্য তার স্বামী কে ই চাই। মেয়ের জবানবন্দিতে স্পষ্ট ভাবে মেয়ে বলেছে আমি সাবালিকা, আমি জেনে-শুনে-বুঝে এ বিবাহ করেছি যদি আমার স্বামী থেকে আমাকে আলাদা করা হয় তা হলে আমি আত্মহত্যা করব। এবং আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আমার মা বাবার পরিবারের সকলে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।