মনির খান, স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া উপজেলায় স্বপ্ন বীথি পার্কের পূর্ব পাশে গতকাল ১৪/০১/২০২২ তারিখ রাত ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত নর্তকীদের নাচে নাচে বিভোর কাশিপুর ইউনিয়নের মেম্বার শরীফুল ইসলাম ও কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যানের ভাগ্নে মেহেদী, স্বপ্নবীথি পার্কের ম্যানেজার শামীমের ছেলে সুমন, ইশান গাতি গ্রামের আশিক,ও নাম না জানা আরো অনেকে প্রকাশ্যে মদ পান করে নর্তকীদের নাচে নাচে বিভোর হয়ে টাকা ছড়াচ্ছে আর ফুর্তিতে মেতে উঠেছে মেম্বার শরীফুলের সাথে কমল মতি ছেলেরা।
পৌরসভার মধ্যে এমন ধরনের জঘন্য ঘৃণিত নিষিদ্ধ মদ খেয়ে প্রকাশ্যে সকলেই নর্তকীদের নাচে মাতাল, প্রশাসনের নেই কোন ভূমিকা। সাংবাদিক মনির খান ওই অশ্লীল নাচ ও মদ খেয়ে প্রকাশ্যে মাতলামী করা ভিডিও টি করতে গিয়ে অতর্কিত হামলার স্বীকার হন।
যে খানে বাংলাদেশ সরকার, সরকারি ভাবে করনা মহামারীর কারনে ওয়াজ মাহফিল,নাচ গান, যাত্রাপালা সহ ১১ দফা নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগায় অশ্লীল নাচানাচি মদ পান করা কেমন করে হচ্ছে জাতী জানতে চাই।
লোহাগড়া থানা ওসি সাহেব । নড়াইলের পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মহোদয় বিষয় টি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা কোরছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।