নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে ইরি ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় দু’টি বাড়ি ভাংচুর করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ও এলাকায়
ডিবি পুলিশ মোতায়ন দেখা গেছে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামের মামুন মোল্যার সাথে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের লিটন মোল্যার সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে গত ৩১/১/২০২২ তারিখ সোমবার রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে ওই গ্রামের খোকন চৌধুরী সমর্থিত লোকজনদের কে প্রতিপক্ষ মোস্তফা শেখ সমর্থিত লোকজনেরা ধাওয়া দেয়।
এ সময় খোকন চৌধুরী সমর্থিত লিটন মোল্যা ও কামাল মোল্যার বাড়ি ভাংচুর করা হয়। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান ওই পরিবারের লোক।
এঘটনায় মোস্তফার গ্রুপের লোকজন পলাতক আছে বলে জানা গেছে,
খবর পেয়ে রাতেই নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা ও লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উলা গ্রামের দেলবার শেখের ছেলে আবুল কালাম শেখকে (৫১) আটক করা হয়েছে।
অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।