মোঃ এনামুল হক, লোহাগড়া স্টাফ রিপোর্টারঃ
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় ৮ নং দিঘলিয়া ইউনিয়নে ৮নং ওয়াডে শশ্নানঘাটে চতুর্থবারের মতন সন্ধার পর থেকে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিতি শত শত লোকের সমাগম সমাবেত হয়।এই শশ্নানঘাটের পরিচালনায় সভাপতি বাবু উৎপল ঘোষ,সাঃসম্পাদক চন্দন ঘোষ,পূর্বের চেয়ে এবার এই অনুষ্ঠানে শত শত লোকের সমাগম লুটিয়া গ্রাম চরদিঘলিয়া গ্রাম দুটি গ্রামের ছোট বড় হিন্দু সম্প্রদায়ের লোক উপস্থিত হয়ে অনুষ্ঠানটি আনন্দময় করে তোলে।
বিশেষ করে মায়ের গান সহ ধর্মীয় গান পরিবেশন হয়। উপস্থিতি লোকের মাঝে খাবার বিতরন করে। রাত ১২ টা পর্যন্ত এই অনুষ্ঠান শেষ হবে। কিছু লোকের সাথে কথা হলে জানা যায় এর আগে তিন বার অনুষ্ঠান হয়েছে তবে এ বছরের মতন এত লোক হয় নাই। কমিটির লোকসহ এলাকার নারী পুরুষ মোটামুটি লোকের উপস্থিতি দেখা যায়।
তথ্য সংগ্রহের জন্য উপস্থিত হয়ে দেখা যায় অনেক লোকের সমাগম আর কিছু দেখা দর্শকদের সাথে কথা হল -হরিচাঁন ঘোষ, টিটব ঘোষ,রুবেল মোল্যা, গোবিন্দ ঘোষ তাদের সাথে মত বিনিময় হলো। উপস্থিত ব্যাক্তিগন রিপন ঘোষ (স্কুল শিক্ষক), দ্বীনবন্ধু ঘোষ( দিঘলিয়া কলেজ কেরানী) আরো অনেকে বাহির এলাকার থেকে দেখতে আসে এই অনুষ্ঠানটি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।