মোঃআজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার নড়াইল: নড়াইলের লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মৃত শিশুর নাম রাজিয়া (আড়াই) বছর,
সে উপজেলার ঈশানগাতী গ্রামের মো: রাজু শেখের একমাত্র মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত রাজিয়া সকাল ১১ টার দিকে বাড়ির পূর্ব পাশে মাছের ঘেরের পাড়ে খেলা করছিলো এসময় শিশুটির মা বাড়িতে কাজ করছিলেন,
পরে মেয়ে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে এরপরে ঘেরের পানিতে রাজিয়া লাশ ভাসতে চিৎকার করলে লোকজন এসো লাশ বাড়িতে নিয়ে যায়, অবুঝ শিশু রাজিয়ার মৃত্যুতে তার পরিবার সহ এলাকায় শোকের ছায়া পড়েছে, সরোজমিনে গিয়ে দেখা যায় এক করুন দৃশ্য,পরিবারের মাঝে চলছে কান্নার আহাজারি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।