আসন্ন নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে ১০ অক্টোবর রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
পৌরসভায় মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন আলা, ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মো.আশরাফুল আলম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মঈন হাসান কাজল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো: জিয়াউল ইসলাম,এবং স্বতন্ত্র প্রার্থী রাজিয়া সুলতানা চামেলী।
এ ছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৮জন, ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১২ জন, প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রির্টানিং অফিসার মো:জসিম উদ্দিন,এই বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল রোবরার (১০ অক্টোবর),মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপলি দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিস্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর, এবং ভোটগ্রহণ ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
লোহাগড়া পৌরসভা নির্বাচনে মোট ভোটার ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৫৭৭ জন, এবং মহিলা ভোটার ১২হাজার ১৬০ জন। এ বছর ৯টি ওয়ার্ডে ১১টি ভোট কেন্দ্র রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।