শরীয়তপুরের জাজিরা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে জাজিরার সাকিমালি চৌকিদার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালকিনি উপজেলার মহিজউদ্দিন বেপারীর ছেলে মো. ইয়াকুব বেপারী (৫৬) ও জাজিরা উপজেলার মৃত ছমিত খালাসির স্ত্রী বনাই বিবি (৯০)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাড়ায়চালিত মোটরসাইকেলে তিনজন শরীয়তপুর থেকে মাঝিরঘাট যাচ্ছিলেন।
জাজিরার সাকিমালি চৌকিদার কান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বনাই বিবিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বনাই বিবি ও ইয়াকুব বেপারী মারা যায়।
জাজিরা থানার ওসি মাহবুবুর রহমান জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বনাবিবি নামে এক বৃদ্ধার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ও পথচারীর মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর মোটসাইকেলটি উদ্ধার করা হলেও এর চালক পলাতক রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।