মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখায় “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
০৮ নভেম্বর (সোমবার) সকাল ১০.০০ ঘটিকায় উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলে জেলা তথ্য অফিস কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান আয়োজিত হয় বলে জানা যায়। এ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ তারিফ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মোঃ কামাল হোসেন। তথ্য অফিসার জনাব মোঃ রেজাউল করিমের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ প্রসাদ মজুমদার ও আড়পাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।