চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাড়ে ৩ কেজি হেরোইন এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
রোববার (২০ জুন) ভোরে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী জমিনপুর গ্রামের আমবাগানে পরিত্যক্ত অবস্থায় এগুলো পাওয়া যায়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন জানায়, শনিবার (১৯ জুন) দিবাগত রাত ৪টা থেকে ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন এবং সাড়ে ৩ কেজি হেরোইন উদ্ধার করা হয়।
তিনি জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।