বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অর্থায়নে ৩৮ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের সন্তানদের মধ্যে ১লক্ষ ৬৭হাজার ৪শত টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১০ ফেব্রয়ারী বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনী গন্ধায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন, জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ (অবঃ) মোঃ ইকবাল মিয়ার সভাপতিত্বে ও সংগঠনের সহ-সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোক্তাদিরুল ইসলাম, জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি ছাদেক আলী বিএসসি, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি শেরপুর জেলা শাখার সিনিয়র সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল হক, কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।