মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃবর্ণাঢ্য র্্যালি,কেক কাটা,দোয়া মাহফিল ও প্রীতিভোজের মাধ্যমে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সেবা মূলক সংগঠন ৮৭ ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে একটি বর্ণাঢ্য র্যালি খামারপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিবসটি স্মরণীয় করে রাখতে কেক কেটে ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ও শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান বিশ্বাস , সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মৃত্যুঞ্জয় কুমার ঘোষ, মোল্যা আতিয়ার রহমান, আমির হামজা,মোঃ আলাউদ্দিন বিশ্বাস, সালাউদ্দিন বিশ্বাস,অশান্ত কুমার বিশ্বাসসহ অন্যরা।
৮৭ ফাউন্ডেশন শুরু থেকেই গরীব ও মেধাবী ছাত্র /ছাত্রীদের মেধা বৃত্তি প্রদান,পরীক্ষার্থীদের ফরমপূরণের আর্থিকসহযোগিতা, অবসরপ্রাপ্ত শিক্ষকদের আর্থিকসহযোগিতাসহ ক্রেষ্ট প্রদান,করোনা কালীন সময়ে অক্সিজেন সেবাসহ নানাবিধ সেবা প্রদান করে ইতিমধ্যে এলাকায় সুখ্যাতি অর্জন করে চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।