মোঃ রাশিদুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার সরকারী কলেজে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।
২১ জুন (সোমবার) সকাল ১০ টার দিকে বৃক্ষরোপন কর্মসূচি অংশ হিসেবে শ্রীপুর কলেজ ক্যাম্পাসে ১ টা মাল্টা গাছ,১ টা কাগুজে লেবু গাছ,১ টা ডালিম গাছ রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার ও শ্রীপুর সরকারি কলেজের সভাপতি লিউজা- উল জান্নাহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা,সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, জেড.এম শফিকুল ইসলাম, অপূর্ব কুমার মিত্র, প্রভাষক মোহ আনোয়ার সাদাত, সনেকা বিশ্বাস, মোঃ শমসের বিশ্বাস, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।