বাঘারপাড়া প্রতিনিধি: দেশের বিভিন্ন ¯’ানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলা ভাংচুর ও নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং সা¤প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় মানববন্ধন করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। রোববার সকালে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়। এতে ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য কর্মী ও স্বাস্থ্য বিভাগে সংশ্লিষ্ট কর্মরতরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপ¯ি’ত ছিলেন, উপজেলা স্বা¯’্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ভারপ্রাপ্ত ডা. মোশতাক আহমেদ, শিশু বিশেষজ্ঞ সার্জন ডা. মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডা. শাহ আলম রুবেল, ডা. উম্মে জান্নাতুল ফেরদৌস, ডা. তাহরিমা খানম, ডা. সিনথিয়া ফারহানা, ডা. মৌমিতা ধর প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।