গত চার দিনের তুলনায় কমেছে তাপমাত্রা। চার দিনে চার ডিগ্রি তাপমাত্রা কমেছে। রাজশাহী আবহাওয়া অফিস বলছে- বুধবার (৫ ডিসেম্বর) থেকে আরো তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতও।
আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি। গতকাল সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এছাড়া সন্ধ্যা ৬টায় ছিল ৮৪ শতাংশ।
রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক কেএসএম গাউসউজ্জামান জানান, প্রতিদিনই কমছে তাপমাত্রা। বাতাস রয়েছে সঙ্গে তাপমাত্রাও কমেছে। এই সপ্তায় শেষ দিকে আরো তাপমাত্রা কমবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।