মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী সহ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ ইং উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে আজ (২৮ আগষ্ট) শনিবার সকাল ১১ টায় মৎস্য অফিসে রানীশংকৈল উপজেলার সাংবাদিকগনের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত মত বিনিময় সভায় আলোচনায় অংশ নেন, মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম ও সহকারি কর্মকর্তা আঃ জলিল এবং রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি (পুরাতন) কুশমত আলী ও সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক ফারুক আহাম্মেদ ও আনোয়ার হোসেন সহ প্রিন্ট/মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দ্ব।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।