মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রিটনের উদ্দ্যোগে শিক্ষার্থীদের মাঝে উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সান্তাহার এস এম আই একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শিক্ষা উপকরণ বিতরণের সময় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন রিটন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষার আলোয় সারা বাংলা আলোকিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। পত্র পত্রিকা লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগ নেতা কর্মীরা স্ব উদ্যোগে পথ শিশুদের পড়াচ্ছেন।
শিক্ষার্থীদের মাঝে উৎসাহ দেওয়ার লক্ষ্যে আমি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছি। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জীবন,শুভ, সুমন, জীম, জয়, দুলদুল, রাহান, রিমন, হাসান, শিবলু, ফাইন প্রমূখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।