মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির আয়োজনে পৌর শহরে যানজট নিরসনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় রেলগেট চত্বরে ট্রাফিক পুলিশ মোতায়েন উপলক্ষে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সিনিয়র সহকারি পুলিশ সুপার আদমদীঘি সার্কেল নাজরান রউফ, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, বগুড়া জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম জাহিদুর বারী, আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, উপ-পরিদর্শক আনহার হোসেন, এএসআই রুস্তম ফারুক প্রমুখ।
আলোচনা শেষে সিরাজুল ইসলাম খান রাজু ও সার্কেল নাজরান রউফ রেলগেট চত্বরে ট্রাফিক পুলিশ কার্যক্রমে উদ্বোধন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।